ব্রেন টিউমারের এই লক্ষণগুলি আসে যায়! সতর্ক থাকুন!
eisamay.com
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ১৫:৩৬
ব্রেন টিউমার (Brain Tumor) নাম শুনলেই কেঁপে ওঠে অধিকাংশ মানুষের বুকের পাঁজর। এই রোগের প্রতিঘাত ঠিক এতটাই বেশি! এক্ষেত্রে মস্তিষ্কের অন্দরে ক্যান্সার বা নন ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটে। এই টিউমার শুধু ব্রেনেই হতে পারে বা শরীরের অন্য অংশে তৈরি হয়ে ব্রেনে ছড়াতে পারে টিউমার।
ব্রেন টিউমারের ধরন হতে পারে নানান রকম। এক্ষেত্রে কত দ্রুত এই টিউমার বেড়ে উঠছে, কোন অংশে হয়েছে, স্নায়ু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, টিউমারটি ক্যান্সারাস কিনা ইত্যাদি বিষয়গুলি দেখার পরই কেমন চিকিৎসা দরকার সেই বিষয়ে নেওয়া হয় সিদ্ধান্ত। তবে বিশেষজ্ঞদের কথায়, এই রোগ যত দ্রুত ধরা পড়বে চিকিৎসা হবে ততই সহজ।