You have reached your daily news limit

Please log in to continue


১০ হাজার টাকায় বিয়ের গয়না খুঁজছেন?

কয়েক বছর ধরেই কনের গয়নায় এই পরিবর্তনটা দেখা যাচ্ছিল। ভারী সোনার গয়নার পরিবর্তে কনেরা পরছিলেন সোনালি রঙের মেটালের গয়না। এসব গয়নার নকশা অবশ্য সোনার গয়নার মতোই বেশ ভারী নকশার হতো। তবে এই পরিবর্তনটা আনেন গয়না নিয়ে কাজ করছেন এমন কিছু ডিজাইনার। ২০১৬-১৭ সালের দিকে বেশ কয়েকজন গয়নার ডিজাইনার ব্রাইডাল জুয়েলারি নিয়ে কিছু পরীক্ষামূলক কাজ করেন। ক্রমেই তা ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। গয়নার নকশা তো নজর কাড়ছিলই, তবে যে বিষয়টি সবার মধ্যে সাড়া ফেলে তা হলো গয়নার দাম। মাত্র ১০ হাজার টাকার মধ্যেই কনে পেয়ে যাচ্ছিলেন তাঁর পছন্দের গয়না। ভাবা যায়, এত কম দামে বিয়ের গয়না? লাখ লাখ টাকার ভরি ভরি সোনার গয়নার বদলে ক্রমশই বিয়ের বাজার দখল করে এসব গয়না। আর নকশার বৈচিত্র্য তো আছেই, যে জন্য গয়নাগুলো হয়ে উঠছে একেকটি ইউনিক পিস। এসব গয়নায় কনেও যেন সেজে ওঠেন অনন্য সাজে, নজরকাড়া।

মাঝখানে সিঁথি কেটে পেছনে টেনে বাঁধা চুলে কনে বেঁধেছেন খোঁপা। মাঝসিঁথিতে পরেছেন মেটালের তৈরি ফুলেল নকশার টিকলি। কানে ও গলায় পরেছেন বৃত্তাকার ও পাতার নকশার হার ও দুল। হাতের চতুর্ভুজ বালায় অনন্য সাজে কনে। ব্রাইডাল এই পুরো গয়না সেটের দাম পড়বে ৬ হাজার ৩৫০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন