ভোটের ১০ দিন পর নদীতে ব্যালট পেপারের বস্তা
নাটোরের সিংড়ায় ভোট গ্রহণের ১০ দিন পর সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মরা নদীতে বস্তাবন্দি সিলমারা ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয়রা। এর কিছুক্ষণ পরে বিলদহর বাজারের স’মিলের পাশে আরও এক বস্তা সিলমারা ব্যালট পেপার দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় আনে।
উদ্ধারকৃত ব্যালট পেপারে দেখা যায়, অধিকাংশ ব্যালটপেপারে মোটরসাইকেল প্রতীকে এবং কিছু সংখ্যক নৌকা প্রতীকে সিল মারা রয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বস্তাবন্দি সিল মারা ব্যালট পেপার দেখতে পেয়ে থানায় জানানো হয়।