ওমিক্রন নয়, ডেল্টাতেই সংক্রমণ বাড়ছে: আইইডিসিআর
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ১২:৫২
ওমিক্রনে নয়, ডেল্টা ধরনেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. এএসএম আলমগীর। সংক্রমণ বাড়ার পেছনে এর পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানাকেও দায়ী করছেন তিনি।
মঙ্গলবার সকালে এমন মন্তব্য করেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। অধ্যাপক আলমগীর বলেন, বাংলাদেশে এখনও ডেল্টা ভ্যারিয়েন্টেরই প্রাধান্য চলছে।