মাস্ক না পরলে জরিমানা, নামছে মোবাইল কোর্ট
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গাড়ি, ট্রেন, মসজিদ সব জায়গায় মাস্ক পরতে হবে। দোকানপাটে গেলে মাস্ক পরতে হবে। না পরলে জরিমানা করা হবে। মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অমিক্রন প্রতিরোধে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।
অমিক্রন প্রতিরোধের বিষয়ে সোমবার কিছুক্ষণ আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আশংকার বিষয় হচ্ছে করোনা বেড়ে যাচ্ছে। আজকে তিন দশমিক চার হয়েছে। যা এতদিন এক দশিমক পাঁচের নিচে ছিল। মৃত্যুহার এখনও কম আছে। কিন্তু সংক্রমণ বাড়লে আবারও মৃত্যুর হার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’