বাকি-আতকিয়াদের জন্য ইরানি শুটিং কোচ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ২১:২১
দক্ষিণ এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিকস সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। ইরানের মোহাম্মদ জায়ের-রেজাইকে প্রধান রাইফেল কোচের দায়িত্ব দিয়েছে দেশের শুটিংয়ের নিয়ন্তা সংস্থাটি।
শুটিং ফেডারেশনের আমন্ত্রণে সাড়া দিয়ে গত শনিবার ঢাকায় আসেন জায়ের-রেজাই। দুই দিনের কোয়ারেন্টিন সেরে সোমবার গুলশানের শুটিং রেঞ্জে আসেন তিনি। শুটারদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনাও সারেন।
ইরানের জাতীয় দলের দায়িত্ব ছিলেন জায়ের-রেজাই। তার কোচিংয়ে ইরান ৩৯টি আন্তর্জাতিক পদক ও ২টি অলিম্পিকস কোটা পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। ৩৯ বছর বয়সী এই কোচ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকস পর্যন্ত দলের দেখভাল করবেন বলে জানিয়েছে ফেডারেশন।