You have reached your daily news limit

Please log in to continue


ব্যাংকে জমা লাখ হলেই ১৫০ টাকা কাটা নতুন নয়

বিষয়টি নতুন নয়, কিন্তু হঠাৎ করেই সামাজিক মাধ্যমে তোলপাড়ের পর বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন আসছে।

কারও ব্যাংক হিসাবে বছরের কোনো একটি সময়ে ১ লাখ টাকা জমা হলেই সেই হিসাব থেকে সরকার ১৫০ টাকা কেটে রাখছে, যা পরিচিত আবগারি শুল্ক হিসেবে। কোনো হিসাবে ৫ লাখ টাকা বেশি হলে শুল্ক আরও বাড়ে।

বিদায়ী ডিসেম্বরে সরকার নির্ধারিত হারে আবগারি শুল্ক কাটছে ব্যাংকগুলো­। আর এসএমএস ব্যাংকিংয়ের যুগে সেই তথ্যটি গ্রাহককে জানিয়ে দেয়া হচ্ছে। অনেকেই বুঝতে পারছেন না কেন টাকা কাটছে।

বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছরই এভাবে একবার আবগারি শুল্ক কাটা হয়। এটি ব্যাংকের কোনো সেবা মাশুল নয়। ২০২০ সালের জুলাই থেকে হিসাব করে বছরান্তে এখন সেই অর্থ রাজস্ব বোর্ডের হয়ে কেটে নিচ্ছে ব্যাংকগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন