২০ বছরে আমেরিকার যুদ্ধে খরচ ১৪ লাখ কোটি ডলার আর ৯ ছাগলের পেছনে খরচ ৬০ লাখ ডলার!
www.tbsnews.net
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ২১:১৩
'পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমিতো সে ঘরের মালিক নই'- মরমীয়া কবিগানের এ দর্শন থেকে বহুযোজন দূরে পরাশক্তি আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র)। পুরো পৃথিবীটাই তার রাজত্ব। বেশুমার অর্থ থাকলে যা হয়। চাইলে পৃথিবীর যেকোনো অঞ্চল দখলে কুবেরের খাজানাও লুটাতে পারে দেশটি।
পেন্টাগনের ক্ষেত্রে একথা বলা একেবারেই বাড়াবাড়ি হবে না। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন রণাঙ্গনে ১৪ লাখ কোটি ডলার ব্যয় করেছে মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তর। রক্তের হোলিখেলায় লাভবান হয়েছে শুধু অস্ত্র উৎপাদক, সরবরাহক ও ঠিকাদাররা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইরাক
- ইরাক যুদ্ধ
- ইরাক সংকট