ডিজিটাল লৌহ যবনিকায় বাংলাদেশের অশনি সংকেত
ফেলে আসা বছর ২০২১ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা চলতি বছরকে নিদারুণ প্রভাবিত করবে। ৯ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর- ১১ দিনে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি ঘোষণা অথবা সিদ্ধান্ত মনে হচ্ছে এক অশনি সংকেত। মনে পড়লো টি এস এলিয়টের প্রায় শতাব্দী পুরনো কবিতা- ‘What the thunder said?। বাংলাদেশ থেকে আট হাজার মাইল দূরে অতলান্তিক সমুদ্র পেরিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে বাংলাদেশের জন্য অশনির ভীমনাদ ধ্বনিত হলো।
তাই দেখছি, ডিসেম্বর ৯ থেকে ১০ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ‘গণতন্ত্রের শীর্ষ সম্মেলন’- এ ১১১টি দেশের মাঝে বাংলাদেশের ঠাঁই মেলেনি। অবাক হয়ে দেখলাম উপমহাদেশের পাকিস্তান, ভারত, নেপাল আমন্ত্রিত হয়েছে– কিন্তু বাংলাদেশ নয়। এই সম্মেলনের সমাপ্তি ঘণ্টা বাজার আগেই ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় র্যাবের বর্তমান ও সাবেক সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এর মাত্র দশ দিন পর ২০ ডিসেম্বর অভিজিৎ হত্যাকাণ্ড বিচারকে প্রশ্নবিদ্ধের ইঙ্গিত দিয়ে ওই হত্যাকাণ্ডে পলাতক আসামীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে। যদিও বিচারটি শেষ করে বাংলাদেশ রায় দিয়েছে দশ মাস চার দিন আগে।
- ট্যাগ:
- মতামত
- ডিজিটাল বাংলাদেশ
- অশনি সংকেত