![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2021October/taiwan-earthquake-20220103165154.jpg)
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই দ্বীপ ভূখণ্ডের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো বলছে, সোমবার সন্ধ্যার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে রাজধানী তাইপেও কেঁপে উঠেছে। তবে ভূমিকম্পে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আবহাওয়া ব্যুরো বলছে, তাইওয়ানের পূর্ব উপকূলীয় এলাকায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬। ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, তাইওয়ান ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে।