লেনদেন ১৩০০ কোটি ছাড়াল, এক মাসে সর্বোচ্চ

বিডি নিউজ ২৪ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ১৬:৫৮

বেশির ভাগ শেয়ারের দাম বেড়ে সূচক ঊর্ধ্বমুখী থাকলে লেনদেনও গতি পেয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে; আগের দিনের চেয়ে শেয়ার কেনাবেচা বেড়েছে প্রায় ৫০ শতাংশ।


পতনের বৃত্ত থেকে বেরিয়ে নতুন বছরের দ্বিতীয় কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছে এক হাজার ৩১৪ কোটি ১৪ লাখ টাকা, যা আগের কর্মদিবসে ছিল ৯২১ কোটি ৮১ লাখ টাকা। আগের দিনের তুলনায় শতকরা হিসাবে ৪৯ দশমিক ৯৭ শতাংশ বা ৪১৯ কোটি ৯৭ লাখ টাকা বেড়েছে।এ লেনদেন প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি শেয়ার কেনাবেচা হয় ৭ ডিসেম্বর। সেদিন লেনদেন ছিল ১ হাজার ৩৩১ কোটি ৫ লাখ টাকা।


সোমবার দ্বিতীয় দিনের মতো সূচকে বড় উত্থানের দিকেই যাচ্ছিল ডিএসই। প্রথম এক ঘণ্টায় সূচক ৬০ পয়েন্ট বাড়ে। পরের তিন ঘণ্টাতেও ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখে সূচক আগের দিন থেকে ৫৮ পয়েন্ট বেশি ছিল।তবে দীর্ঘ বিরতির পর অনেক শেয়ারের দর বাড়লে মুনাফা তুলে নেওয়ার চাপে পরে সূচক কিছুটা কমে গেলেও দিন শেষে ঊর্ধ্বমুখী ছিল সূচক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও