সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ৪৭

প্রথম আলো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ১৬:৫৮

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মো. রাসেল শেখ (৩৮) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় আগুনে পুড়ে ও নদীতে ঝাঁপ দিয়ে ৪৭ জনের মৃত্যু হলো। বরগুনা জেলা প্রশাসনের আজ দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো অন্তত ৩০ জন নিখোঁজ।


শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাসেল শেখ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শ্বাসনালিসহ শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও