আপনার জিনসের পেছনে লেদার প্যাচ থাকে কেন?

www.tbsnews.net প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ১৫:৪৭

ফ্যাশনের জগতে অতি পরিচিত এক নাম ডেনিম বা জিনস। জিনস যত প্রকার, সাইজ বা রংয়েরই হোক না কেন; জিনস পরার সময় এর কোমরের পেছন দিকে লাগানো লেদার প্যাচ নিশ্চয়ই আপনার দৃষ্টি এড়ায়নি? কখনো ভেবে দেখেছেন কি সাইজ বা কাপড়ের ধরন জানানো ছাড়াও এই লেদার প্যাচ বসানোর আর কোনো কারণ থাকতে পারে কিনা?


কিন্তু সত্যিটা হলো, এই লেদার প্যাচ বসানোর মূল উদ্দেশ্য ব্যবসায়িক প্রচারণা।


সেভেনটিন ম্যাগাজিন সূত্র বলছে, জিনসে লাগানো এই লেদার প্যাচকে বলা হয় 'জ্যাক্রনস'। ১৮৭৩ সালে ফ্যাশন ব্র্যান্ড লেভি তাদের ডেনিমে সর্বপ্রথম জ্যাক্রনস-এর প্রচলন করে। লেভি'র একজন ঐতিহাসিক জানান, সে সময় ক্রেতাদের নকল জিনস কিনে ঠকা থেকে বাঁচাতে জিনসে জ্যাক্রনস লাগানো হতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও