৫০ বছরেও বঙ্গবন্ধুর প্রত্যাশা পূরণ করতে পারেনি সুপ্রিম কোর্ট বার
আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীন করা শহীদ আইনজীবীদের যথাযথ মূল্যায়ন চেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ দেশ বিজয়ের ৫০ বছরপূর্তি উদযাপন করলেও অধরা রয়ে গেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে (বার) নিয়ে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত প্রত্যাশা। বঙ্গবন্ধুর প্রত্যাশা পূরণে এখনও পূর্ণতা পায়নি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবীদের পূর্ণাঙ্গ নামফলক।
১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধনপূর্বক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে ভাষণে নিজের প্রত্যাশা অকপটে তুলে ধরেছিলেন জাতির পিতা। তিনি আক্ষেপ করে বলেছিলেন, ‘আমি নিশ্চয়ই সুখী হতাম, যেমন আমি পিজি হসপিটালে গিয়ে দেখি যে, এতজন ডাক্তারের নাম, যারা শহীদ হয়েছে। তাদের নাম লিখে ফলক করে রাখা হয়েছে। আমি সুখী হতাম বারের সদস্য ভাইয়েরা- যে যে সহকর্মীরা, যারা শহীদ হয়েছেন, এই সুপ্রিম কোর্টের গেটে এসে দেখতে পেতাম যে শহীদের নাম সেখানে লেখা রয়েছে, আমি সুখী হতাম।’