You have reached your daily news limit

Please log in to continue


মলদ্বারে ক্যান্সার হয়েছে কিনা বুঝবেন যেভাবে

শীতকালে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন।  এর মূল কারণ ঠাণ্ডার ভয়ে পানি কম খাওয়া।  বেশি বেশি গরম পানি খাওয়ার কারণেও শরীর কষে যেতে পারে।   

কোষ্ঠকাঠিন্য স্থায়ী হলে অনেক সময় সেটি পাইলস-ফিস্টুলায় রূপ নিতে পারে।  সঠিক চিকিৎসার অভাবে পাইলস-ফিস্টুলা ক্যান্সারেও পরিণত হতে পারে।  এ বিষয়ে যুগান্তরকে বিস্তারিত জানিয়েছেন বৃহদান্ত ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম ফজলুল হক।

পায়ুপথের বিভিন্ন সমস্যা যেমন রক্ত যাওয়া, ব্যথা হওয়া, ফুলে যাওয়া এসবই হয় পাইলসের কারণে।  আসলে এ ধারণা সঠিক নয়।  এসব উপসর্গে পায়ুপথে ক্যান্সারও হলে হতে পারে। 

আবার ফিস্টুলা বা ভগন্দর রোগেও উপরোক্ত উপসর্গগুলো দেখা দিতে পারে।  আবার এমন হতে পারে যে, প্রথমত পায়ুপথে ক্যান্সার হয়েছে সেটিও ফিস্টুলা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, বেশিরভাগ ফিস্টুলা রোগীর ক্যান্সার থাকে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন