পোশাকশিল্পে রপ্তানি প্রবৃদ্ধি ৫৩ শতাংশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ২০:০৭

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে থমকে গিয়েছিল বিশ্ব অর্থনীতি। বন্ধ থাকে অফিস-কারখানা। এর ধাক্কা লাগে দেশের রপ্তানি আয়ের ৮৪ ভাগ নেতৃত্ব দেওয়া পোশাকশিল্পে।


মহামারির শুরুর দিকে বন্ধ হয়ে যায় রপ্তানি আদেশ। তবে কিছুদিন পর থেকেই ফের আসতে থাকে অর্ডার। এর ফলে এক বছরের ব্যবধানে এ খাতের রপ্তানিতে প্রায় ৫৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর মাসের তুলনায় ২০২১ সালের একই (ডিসেম্বর) মাসে পোশাকশিল্প রপ্তানিতে ৫২.৫৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ২০১৯-এর ডিসেম্বরের তুলনায় প্রবৃদ্ধি ৩৮ শতাংশ।


২০২১ সালের ডিসেম্বরে ৪.০৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে। এ নিয়ে ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২১) রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৯.৯০ বিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮.০২ শতাংশ বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও