![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567481940.jpg&path=/uploads/news/2022/Jan/02/1641131842921.jpg&width=600&height=315&top=271)
ইসি গঠনে আইন করার প্রস্তাব গণফোরামের
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিয়েছে গণফোরাম।
রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গণফোরামের আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বঙ্গভবনে এ সংলাপ শুরু হয়েছে। গণফোরামের পক্ষে এতে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় নেতা মোকাব্বির খান।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আ ও ম শফিক উল্লাহ, মোস্তাক আহমেদ, ইঞ্জিনিয়ার হারুন আর রশীদ তালুকদার, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর ও শাহ নুরুজ্জামান।