প্রাকৃতিক উপাদানে সতেজ ত্বক পাওয়ার উপায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ১৪:৫৫

আবহাওয়ার কারণে ত্বকে দেখা দেয় মলিনভাব এবং চামড়া ওঠার সমস্যা।শিবানী’জ অ্যারোমা’র কর্ণধার শিবানী দে প্রাকৃতিক উপায়ে ত্বক সতেজ ও দাগহীন করতে ঘরে থাকা উপদান দিয়েই প্যাক ও জেল তৈরির পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে জানান।  জেল তৈরির উপকরণচাল ধোয়া পানি, ধনে পাতা, অ্যালো ভেরার জেল, গ্লিসারিন, কাঠ-বাদাম তেলপ্রাকৃতিক জেল তৈরির পন্থাআধ কাপ পানিতে সামান্য চাল ভিজিয়ে রাখতে হবে দুই ঘন্টা।


চালের পানিতে রয়েছে ভিটামিন ও অ্যা্মিনো অ্যাসিড এবং নানান খনিজ উপাদান যা ত্বকের বলিরেখা দূর করে। আর ত্বক টানটান রাখে। ধনেপাতাতে রয়েছে ভিটামিন সি, এ এবং কে। এছাড়াও থাকে ফাঙ্গাস ও ব্যাক্টেরিয়া রোধী উপাদান। চালের পানি দিয়ে ধনে-পাতা ব্লেন্ড করে এর রস ছেঁকে আলাদা করে নিতে হবে। এই রসের সঙ্গে সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে তা হালকা গরম করে নিতে হবে। গরম করার ফলে তা জেল হিসেবে পরিণত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও