শীর্ষস্থানে ইসলামী ব্যাংক,হাজার কোটি টাকার ক্লাবে অনেক ব্যাংক

বণিক বার্তা প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ১৪:০১

একদিকে করোনার মতো বৈশ্বিক মহামারী, অন্যদিকে ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনার বাধ্যবাধকতা। এ দুইয়ের আঘাতে ২০২০ সালে পরিচালন মুনাফায় ধস নেমেছিল দেশের ব্যাংক খাতে। তবে এক বছরের মাথায়ই ব্যাংকগুলোর আয় খাত ঘুরে দাঁড়িয়েছে। সদ্যসমাপ্ত ২০২১ সালে দেশের প্রায় সব ব্যাংকেরই পরিচালন মুনাফা বেড়েছে। কোনো কোনো ব্যাংকের মুনাফা বেড়ে দ্বিগুণ হয়েছে। পরিচালন মুনাফার দিক থেকে গত বছর শীর্ষস্থানে ছিল ইসলামী ব্যাংক। একই সময় হাজার কোটি টাকার বেশি পরিচালন মুনাফার ক্লাবে যুক্ত হয়েছে অর্ধডজন ব্যাংক।সুদ খাতের আয় নয়, বৈদেশিক বাণিজ্যের কমিশনসহ বিভিন্ন সেবার বিপরীতে প্রাপ্ত ফিই ব্যাংকগুলোর পরিচালন মুনাফার বড় উল্লম্ফনে ভূমিকা রেখেছে। পাশাপাশি কস্ট অব ফান্ড বা আমানতের সুদহার কমিয়ে আনার প্রভাবও দেখা গিয়েছে।


যে ব্যাংক আমানতের সুদ যত বেশি কমাতে পেরেছে, সে ব্যাংকের পরিচালন মুনাফায় তত বেশি প্রবৃদ্ধি হয়েছে। ব্যাংকগুলোর পরিচালন মুনাফার বড় প্রবৃদ্ধিকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আগের ধারাবাহিকতা ধরে রেখে সদ্যসমাপ্ত বছরেও সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটি ২০২১ সালে ২ হাজার ৪৩০ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। আগের বছর ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২ হাজার ৩৫০ কোটি টাকা।গত বছর হাজার কোটি টাকার বেশি পরিচালন মুনাফা অর্জনকারী ব্যাংকগুলোর তালিকায় রয়েছে পূবালী, দ্য সিটি, ইস্টার্ন, সাউথইস্ট, ব্যাংক এশিয়া ও ব্র্যাক ব্যাংকের নাম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও