কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাড়ে ৬ কেজি রুপোর তৈরি মমতার মূর্তি

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৯:৫১





দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রুপো দিয়ে তৈরি মূর্তি তুলে দেওয়া হল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের হাতে। শনিবার এই ছবি দেখা গেল বীরভূমের নানুরের বাসাপাড়ায়। কেষ্টর হাতে মমতার মূর্তি তুলে দেন বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করিম খান।


১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাসাপাড়ায় মিলন মেলার আয়োজন করা হয়ে আসছে গত কয়েক বছর ধরে। শনিবার সেই মেলার উদ্বোধন করেন কেষ্ট। উদ্বোধনের পর তাঁর হাতে সাড়ে ছয় কেজি রুপো দিয়ে তৈরি মমতার একটি মূর্তি তুলে দেন করিম। যার দাম আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা। নববর্ষে এমন উপহার পেয়ে আপ্লুত অনুব্রত। বাসাপাড়ায় এক সময় ঘটে যাওয়া রাজনৈতিক সংঘর্ষের ইতিহাস টেনে বাম আমলকে বিঁধেছেন তিনি। বলেন, ‘‘দলের প্রতিষ্ঠা দিবসে মিলন মেলা একটি ঐতিহাসিক ব্যাপার। এখন আর বাসাপাড়া বোমা পড়ে না। গোলাগুলিও চলে না। এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।’’





সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও