কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাণিজ্যমেলায় সেই চিরাচরিত ‘ঠকঠক শব্দ’

জাগো নিউজ ২৪ পূর্বাচল প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৯:৫৩

নতুন রূপে স্থায়ী ঠিকানায় প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হলেও প্রথমদিকের অবকাঠামোগত চিত্রের পরিবর্তন আসেনি। অস্থায়ী মেলা প্রাঙ্গণের মতো স্থায়ী প্রাঙ্গণেও মেলা শুরু হওয়ার পরও চলছে স্টল তৈরির কাজ। ফলে মেলার উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবদিক থেকেই হাতুড়ি, কাঠ, পেরেকের ঠকঠক শব্দ কানে আসছে। এতে বিরক্ত হচ্ছেন মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা।


শনিবার (১ জানুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চারদিকেই অসম্পূর্ণ স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে যেমন দেশি প্রতিষ্ঠান রয়েছে, তেমনই বিদেশি প্যাভিলিয়নও রয়েছে। এমনকি মেলা প্রাঙ্গণের কমপ্লেক্সের মধ্যেও বেশিরভাগ স্টল তৈরির কাজ চলছে। তবে দেশি বড় কয়েকটি প্রতিষ্ঠান স্টল তৈরি করে বিক্রি কার্যক্রম শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও