![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmela1-20220101181700.jpg)
প্রথম দিনেই হতাশ ক্রেতা-দর্শনার্থী
রাজধানীর পূর্বাচলে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর। শনিবার (১ জানুয়ারি) ছিল মেলার প্রথম দিন। এদিন পরিবারসহ রাজধানীর ধানমন্ডি থেকে মেলায় এসেছেন একরামুল হক। মেলায় প্রবেশ করে হতাশ তারা।
কারণ ভেতরে তখনও মেলার প্রস্তুতির কাজ চলছিল। কোনো স্টল বা প্যাভেলিয়ান বিক্রি বা প্রদর্শনের জন্য তখনও পুরোপুরি তৈরি নয়।