কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভিডিও স্টোরি: মুখের ও চোয়ালের টিউমার

এনটিভি প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৮:০৭

মুখ ও চোয়ালের অভ্যন্তরে হওয়া টিউমারগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমিলোব্লাস্টোমা। এটি ক্যান্সার না হওয়া সত্তে¡ও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এ কারণে একে স্থানীয় ম্যালিগন্যান্ট টিউমার বলা হয়। এটি আশপাশের কোষ ও টিস্যুকে দ্রুত ক্ষয় করে ফেলে। এমিলোব্লাস্টোমা টিউমার অপারেশন করার পর যদি কোনো কোষ বা টিস্যু অসাবধানতাবশত থেকে যায় তবে সেখান থেকে পুনরায় এমিলোব্লাস্টোমা সৃষ্টি হয়ে খুব দ্রুত চোয়ালকে ক্ষয় করে ফেলে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে অপারেশন করার পরও এমিলোব্লাস্টোমা হওয়ার ইতিহাস রয়েছে। এমনকি ভালোভাবে সার্জারি করার পর এই টিউমার ফিরে আসার প্রবণতা দেখায়।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও