কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফরিদপুরে পদ্মার চরে বর্ণিল ঘুড়ি উৎসব

বিডি নিউজ ২৪ ফরিদপুর জেলা প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৭:৫৮

নানা বয়সী হাজারো মানুষ উপভোগ করলেন যেন প্রাণীদের ওড়াউড়ি!প্রাণীর এসব প্রতিরূপ ছাড়াও আকাশে এবার উড়েছিল তারার মতো ঘুড়ি; কঙ্কাল আর বক্স! যেমন তাদের বাহারি আকৃতি তেমনি তাদের বাহারি রঙ।জেলা শহরের ধলার মোড়ে বর্ণিল এই উৎসবের এবারের শ্লোগান ছিল ‘চলো হারাই শৈশবে’। উৎসব আয়োজন করে ‘ফরিদপুর সিটি পেইজ’ নামের একটি ভার্চুয়াল সংগঠন।


শুক্রবার বিকালে এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. লোকমান হোসেন মিয়া। উপস্থিত ছিলেন ফরিদপুরের ডিসি অতুল সরকারসহ অনেকে।উৎসবের আয়োজক এমদাদুল হাসান বলেন, বাঙালির ঐতিহ্য ধরে রাখতে ও বর্তমান প্রজন্মের সঙ্গে আগামী প্রজন্মের মেলবন্ধন ঘটানোর জন্য তারা এই আয়োজন করেন।“উৎসবে ৩০ থেকে ৪০ হাজার দশর্ক অংশ নিয়েছেন, যা প্রমাণ করে আমরা আমাদের ঐতিহ্যকে ভালোবাসি। আশা করছি আগামীতেও এ ধররেন উৎসব হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও