You have reached your daily news limit

Please log in to continue


বলিউডের পার্টিগুলো ভণ্ডামিতে ভরা, তাই যাই না: নওয়াজউদ্দিন সিদ্দিকী

বলিপাড়ার প্রথম সারির অভিনেতা হয়েও কোনো বলিউড পার্টিতে তেমন দেখা যায় না নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। কেন বলিউডের পার্টিতে হাজির থাকেন না নওয়াজ? নিজেই এর জবাব দিয়েছেন 'স্যাক্রেড গেমস' এর তারকা। জানিয়েছেন, এইসব পার্টিতে প্রাণের অভাব এবং ভণ্ডামিতে ভরা।

'সারফারোশ' ছবিতে মিনিটখানের চরিত্র থেকে বর্তমানে বলিউডের অন্যতম তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী। কিন্তু বলিউডের চোখ ধাঁধানো দুনিয়ায় এসেই অতীতকে ছুড়ে ফেলেননি, বরং আজও সেই পুরোনো নওয়াজই রয়ে গেছেন তিনি।

আজতক.ইন-কে দেওয়া এক সাক্ষাতকারে 'রইস' অভিনেতা বলেন, "বেশিরভাগ ছবিতে আমাকে যে ধরনের চরিত্রে দেখা যায়, বাস্তবেও আমি ঠিক সেরকমই ছাপোষা। সবাই বলে ছবিতে আমার অভিনীত চরিত্রগুলি নাকি বেশ বাস্তবধর্মী লাগে। এর পেছনে কারণও রয়েছে। লোকে বলে, বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে, জীবনে তত বেশি বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন হয়ে উঠবে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন