ডিম খেলে পরীক্ষায় ফেল, আর প্রিয়জন স্মরণ করলে গলায় আটকায় খাবার?

ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৩:২৪

বিজ্ঞান ও প্রযুক্তি যতই উন্নতি করুক, মনের এক কোণে কল্পনাশক্তি ডানা মেলে বহুদূর। আর বিস্তৃত সেই কল্পনার ঝাপটানোতে অনেক সময় জন্ম নেয় বিভিন্ন কুসংস্কার, যার আদতে কোনো যৌক্তিক ভিত্তি না থাকলেও মানুষের মুখে মুখে টিকে থাকে যুগের পর যুগ। তেমনই কিছু কুসংস্কার নিয়ে আলাপ হবে এই লেখায়। আজকের পর্বে থাকছেঃ


ডিম খেলে পরীক্ষায় ‘গোল্লা’


সেদিন সকালে সুমাইয়া জাহিদের বন্ধুর একটি বিশেষ পরীক্ষা। সকালের নাশতায় সুমাইয়া বন্ধুকে একটি ডিম ভেজে খাইয়ে দিলেন, সাথে জানালেন শুভকামনা। এটুকু শুনেই কেউ কেউ দাঁতে জিভ কাটতে চলবেন, কেননা ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে যে একটি ডিম ফেরত নিয়ে আসতে হয়- এমন কুসংস্কার খুব কম লোকেরই অজানা। তবে চিন্তার কিছু নেই, সুমাইয়ার বন্ধুটি সে পরীক্ষায় ভালোভাবেই পাশ করেছিলেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও