কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন বছরের প্রত্যাশা: বাংলাদেশ তুমি নারীর হও

জাগো নিউজ ২৪ লীনা পারভীন প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ০৯:৫২

বাংলাদেশে প্রতিদিন আনুপাতিক হারে বাড়ছে নারী নির্যাতনের সংখ্যা। পরিসংখ্যানের দিকে তাকালে রীতিমত আতংকিত হতে হয়। ঘরে বাইরে কোথাও নেই নিরাপত্তা। এ যেন জলে কুমির ডাঙায় বাঘ। দেশের একটি প্রথম সারির দৈনিকে প্রকাশিত এক জরিপ বলছে গত বছরের তুলনায় এ বছরের (২০২১) জানুয়ারি থেকে নভেম্বর—এই ১১ মাসে পারিবারিক নির্যাতন বেড়েছে ১০ শতাংশ। পারিবারিক নির্যাতনকে ঘিরে হত্যা, আত্মহত্যাসহ মৃত্যুর ঘটনা বেড়েছে ৭ শতাংশ। যৌতুকের কারণে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৯৭টি। এর মধ্যে হত্যার শিকার হয়েছে ৪০ জন।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুসারে, ঢাকায় গত বছরের তুলনায় নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে ৩ শতাংশের বেশি। যৌতুকের কারণে নির্যাতনের মামলা ১৩ শতাংশ এবং যৌতুকের কারণে হত্যা মামলা ২০০ শতাংশ বেড়েছে। ধর্ষণের মামলা গত বছরের তুলনায় এই ১১ মাসে ২টি কম। ডিসেম্বর মাসের হিসাব যুক্ত করলে ধর্ষণের মামলাও বাড়ার আশঙ্কা রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও