You have reached your daily news limit

Please log in to continue


সৈকতজুড়ে লাখো পর্যটকের উচ্ছ্বাস

পশ্চিম দিগন্তে লাল আভা ছড়াচ্ছে বছরের শেষ সূর্য। নেমে আসছে সাঁঝের নীরব মায়া। ধীরে ধীরে সূর্যটি যখন সমুদ্রের পানিতে অস্ত গেল, তখন নতুন এক ভোরের প্রত্যাশায় উচ্ছ্বাসে ফেটে পড়লেন সৈকতজুড়ে ছড়িয়ে থাকা পর্যটকরা। অনেকে হাততালি দিয়ে উঠলেন। অনেকে বিদায় জানালেন হাত তুলে। কেউ আবার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ছবি ওঠালেন সঙ্গীর সঙ্গে, বন্ধুর সঙ্গে, পরিবারের সদস্যদের সঙ্গে।

এরকমই ছিল গতকাল শুক্রবার বছরের শেষ দিনে, বহুল আলোচিত থার্টিফার্স্টের সন্ধ্যায় কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকত। নতুন বছরকে সামনে রেখে সমুদ্রতটকেও সাজানো হয়েছে নতুন করে। পরিপাটি করে দোকানপাট সাজিয়েছেন দোকান মালিকরা। দুপুর থেকেই সৈকতে দেশি-বিদেশি পর্যটক আসতে থাকেন। তাদের জন্য সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থাও লক্ষ্য করা গেছে সমুদ্র তীরবর্তী স্থানগুলোতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন