বিপদ, অনিশ্চয়তা, তবু আকাঙ্ক্ষা
প্রথম আলো
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ০৮:২৫
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, ২০২২ সাল হতে যাচ্ছে বিপদের সঙ্গে বসবাসের আরেকটি বছর। কোভিড-১৯-এর নতুন ধরন অমিক্রন, মূল্যস্ফীতির চাপ, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে নানা ধরনের সংঘাত ও উত্তেজনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব—সব মিলিয়েই গার্ডিয়ান-এর এই বিশ্লেষণ। জীবনানন্দ দাশ যেমনটা লিখেছিলেন, ‘আলো যেন কমিতেছে-বিস্ময় যেতেছে নিভে আরো।’
বৈশ্বিক পরিস্থিতি থেকে বাংলাদেশও খুব দূরে নেই। মূল্যস্ফীতির চাপ এখানেও বাড়ছে, প্রণোদনার ঋণ ব্যাংকে ফিরে আসবে কি না, তা নিয়ে আছে অনিশ্চয়তা, থাকবে নির্বাচনের আগের বছরের সরকারের ব্যয় বাড়ার চাপ। অমিক্রনের সংক্রমণ কতটা ছড়াবে, আফ্রিকা থেকে আসা নতুন এই ধরন কতটা প্রাণঘাতী ও টিকার কার্যকারিতা কতটা—এর ওপরই নির্ভর করছে ২০২২ সালের ভবিষ্যৎ। ফলে ২০২২ সালটি এখনো অনিশ্চয়তারই বছর।