![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/01/01/rm-bts-rumors-311221-01.jpg/ALTERNATES/w640/rm-bts-rumors-311221-01.jpg)
প্রেমের খবরকে ‘গুজব’ বললেন বিটিএস সদস্য আরএম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ০০:৪৬
দুই বছর ধরে এক নারীর সঙ্গে প্রেমের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস গ্রুপের দলনেতা আরএম। শুক্রবার হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় এই ব্যান্ড তারকা ভক্ত এবং অনুসারীদের সঙ্গে যোগাযোগের মোবাইল অ্যাপ ওয়েভার্সে খবরটি ‘সঠিক নয়’ বলে জানান।
- ট্যাগ:
- বিনোদন
- গুজব
- ব্যান্ড তারকা