২০২২: হাঁফ মুক্তির পথে শঙ্কিত পদযাত্রা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ০০:০১

মুখ ঢেকেছিল মাস্কে, জীবিকা পড়েছিল সঙ্কটে, রাজনীতি ঢুকেছিল ঘরে, অর্থনীতিতে নেমেছিল অনিশ্চয়তায়, দমবন্ধ এক অবস্থা! সেই অবস্থা পেরিয়ে যখন টিকা দিচ্ছিল মহামারী মুক্তির আশা; তখন আবার হতাশা নামাচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।


এর মধ্যেই এল খ্রিস্টীয় নতুন বছর, ২০২২ সাল। নতুন বছর নতুন শুরুর উপলক্ষ হয়ে বরাবর এলেও সেই আশায় এবার শঙ্কাও মিশে থাকল।


টিকায় সংক্রমণ এড়িয়ে থাকা যাবে কি না, আবার মৃত্যুর মিছিল শুরু হবে কি না, খুলে যাওয়া স্কুল খোলা থাকবে কি না, অফিস-আদালত আবার চলবে কি না, অর্থনীতির গতি ফিরবে কি না, জীবিকার সঙ্কট কাটবে কি না, সেই প্রশ্নগুলোই মুখ্য হয়ে উঠেছে নতুন বছরের শুরুতে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও