মায়ার বাঁধন! ছাগশিশুকে স্তন্যপান করাচ্ছে সারমেয়

www.sangbadpratidin.in প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১৮:২৫

মায়ার বাঁধন বড় বাঁধন। তাতেই সম্পর্ক প্রতিপালিত হয়। আবার এমন ব্যতিক্রমী ঘটনাও ঘটে, যা দেখে আশ্চর্য হয় মানুষ। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের খারজুলি গ্রামে। যেখানে সারমেয় ‘মা’য়ের স্তন্যপান করে প্রাণে বাঁচল ছাগশিশু। 


খারজুলি গ্রামের বাসিন্দা শেখ ফিরোজের বাড়িতে কয়েকটি ছাগল রয়েছে। তার মধ্যে একটি ছাগল দিন সাতেক আগে সন্তান প্রসব করেছে। ছাগশিশুর জন্মের পর পর মহা সমস্যায় পড়েন ফিরোজ। তাঁর কথায়, “বাচ্চা হওয়ার পর থেকে ছাগলটির স্তনে দুধ আসেনি। বাচ্চাটা কাছে গেলেই মেরে তাড়িয়ে দিত জন্মদাত্রী মা। ফলে দুধ না পেয়ে ছাগলের বাচ্চাটি মরেই যেত। কিন্তু পাশের বাড়ির তাহাসিন আমার খুব উপকার করে দিয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও