কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন বছরের কাউন্টডাউন কেন করা হয়?

www.tbsnews.net প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১৬:৫৪

আর মাত্র অল্প কিছু সময়ের অপেক্ষা। ঘড়ির কাটা ১২র ঘর পেরোলেই শুরু হবে নতুন এক বছর, ২০২২ সাল। নতুন বছরের কাউন্টডাউন মানেই যেন অন্য রকম উত্তেজনা। নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য সেই মাহেন্দ্রক্ষণে সবার সমস্বরে উল্লাস-চিৎকার এক নতুন আশার আলো জ্বালে আমাদের মনে। কিন্তু এই কাউন্টডাউন প্রথা আসলে এলো কোথেকে? আর কেনই বা আমরা কাউন্টডাউনের মাধ্যমেই নতুন একটি বছর উদযাপন আরম্ভ করি?  


সত্যি বলতে ষাট ও সত্তরের দশকের আগপর্যন্ত কোনোকিছুর জন্যই মানুষ কোনো কাউন্টডাউন করতো না। ৩১ ডিসেম্বরের উৎসব-উদযাপন এবং মাঝরাতে প্রিয়জনকে উষ্ণ ভালোবাসা জানানো চলতো ঠিকই, কিন্তু তখন  কাউন্টডাউনের কোনো বালাই ছিল না। তাহলে হুট করে বিংশ শতাব্দীর শেষার্ধে কি করে কাউন্টডাউন নামক উত্তেজনাকর বিষয়টি চলে এলো আমাদের জীবনে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে