![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fa9092d08-a4f0-4a93-a16f-c3a2d4580da3%252FDhaka_DH1404_20211231_Savar3_31_12.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
আশুলিয়ায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ
সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ বি এম আজাহারুল ইসলামের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়নের কলতাসূতি এলাকায় এ ঘটনা ঘটেছে।
আশুলিয়া থানা-পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গতকাল রাত নয়টা পর্যন্ত আজাহারুল ইসলামের সমর্থকেরা ওই নির্বাচনী কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে তাঁরা নির্বাচনী গণসংযোগ করতে বিভিন্ন এলাকায় চলে যান। এ সময় ওই কার্যালয়ে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা সেখানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে ঘটনাস্থল থেকে কিছু দূরে চায়ের দোকানের লোকজন এসে আগুন নেভান। এতে কার্যালয়ের ভেতরের ব্যানার ও বেশ কয়েকটি চেয়ার পুড়ে গেছে বলে জানা গেছে।