৮ জানুয়ারি থেকে একাদশে ভর্তি আবেদন, ২ মার্চ থেকে ক্লাস শুরু
এসএসসি ও সমমানের ফল এরই মধ্যে প্রকাশ হয়েছে। এখন পাস করা শিক্ষার্থীরা একাদশে ভর্তির জন্য অপেক্ষা করছে। আগামী ৮ জানুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রম শেষ করে আগামী ২ মার্চ থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে।
মাউশির ভর্তি নীতিমালায় বলা হয়, এবার শুধু অনলাইনের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে। ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। যারা পুনঃনিরীক্ষার আবেদন করবে তাদেরও এ সময়ের মধ্যে ভর্তির আবেদন করতে হবে।
শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষা
- অনলাইন আবেদন
- সময়সূচি
- কলেজে ভর্তি