![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567521499.jpg&path=/uploads/news/2021/Dec/31/1640931738553.jpg&width=600&height=315&top=271)
পেডিকিওর করে কাটা পড়ল পা, ক্ষতিপূরণ ১৫ কোটি টাকা
বার্তা২৪
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১২:২২
অতি সাধারণ রুপসজ্জাই যে অঙ্গহানির মতো চূড়ান্ত বিপর্যয় ডেকে আনবে, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি ফ্লোরিডার বছর পঞ্চান্ন বছর বয়সী ক্লারা শেলম্যান।
পেডিকিওরের ক্ষত থেকে ছড়িয়ে পড়া সংক্রমণের কারণে কেটে ফেলতে হয় তার পা। তারই জেরে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা পেলেন তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ক্ষতিপূরণ
- পেডিকিউর