এক চার্জে টানা ১০ দিন চলবে স্মার্টওয়াচ

ইনকিলাব প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১১:৪৭

বছরের একেবারে শেষে এসে লঞ্চ হলো নতুন আরও একটি স্মার্টওয়াচ। ফায়ার বোল্ট অলমাইটি স্মার্টওয়াচটি রয়েছে নতুন নতুন সব ফিচার। এই প্রিমিয়াম ওয়ারেবল ডিভাইসে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার এবং গুগল ও সিরি ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট থাকছে।


এ ছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে ৩৬০ হেলথ কন্ট্রোল। যেখানে একাধিক সেনসর যুক্ত থাকে। সেগুলো ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল (SpO2), হার্ট রেট এবং ব্লাড প্রেশার ইত্যাদি পরিমাপ করতে সাহায্য করে। ২৪ ঘণ্টার ডায়নামিল হার্ট রেট ট্র্যাকিং করবে এটি। এছাড়াও রয়েছে স্লিপ ট্র্যাকিং, ইন্টিগ্রেটেড ব্রিদ মোড এবং স্ট্রেস ম্যানেজমেন্ট ফিচার।

 


 

ফায়ার বোল্ট অলমাইটি স্মার্টওয়াচ একটি IP67 রেটেড ডিভাইস। অর্থাৎ পানি এবং ঘামের ক্ষেত্রে এই স্মার্টওয়াচ রেসিসট্যান্ট। একবার চার্জ দিলে টানা ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। এ ছাড়াও রয়েছে স্মার্ট নোটিফিকেশনের ফিচার। একটি ইনবিল্ট স্পিকার এবং একটি মাইক্রোফোন থাকছে স্মার্টফোনটিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও