You have reached your daily news limit

Please log in to continue


প্যারিসে এবারও হচ্ছে না বর্ষবিদায়-বরণ

জাঁকজমকের প্যারিসে বর্ষবিদায়-বরণ উদযাপন হচ্ছে না। করোনার ভয়াল থাবা মোকাবিলায় গতবারের মতো এবারও শহরটি থাকবে নীরব-নিস্তব্ধ। দেশটির ঐতিহাসিক শঁজেলিজে ও আইফেল টাওয়ারে আলোকসজ্জা করা হলেও সেখানে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

নতুন বছরকে স্বাগত জানাতে কিংবা রাতটাকে স্মৃতিময় করে রাখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্যারিসে অনেক পর্যটকের সমাগম ঘটে। ৩১ ডিসেম্বর সন্ধ্যারাত থেকেই বাঙালিদের কাছে প্যারিস গেট হিসেবে পরিচিত আর্ক দ্য থ্রিয়ম্প-এ জড়ো হতে থাকেন লাখো পর্যটক।

ঘড়ির কাঁটায় ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে শ্যাম্পেনের স্রোত আর আতশবাজির আওয়াজে পুরো প্যারিস মেতে ওঠে। রাতভর ড্যান্স ও মদ্যপান পার্টির অন্যতম অংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন