You have reached your daily news limit

Please log in to continue


যশের ওপর চটলেন নুসরাত!

বিচ্ছেদ হয় হয় অবস্থা। কিন্তু বিচ্ছেদ হয়নি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের। ২৯ ডিসেম্বর সম্প্রচারিত হয়েছে ইউটিউব টক শোতে বিশেষ পর্ব। সেখান থেকেই জানা গেল, যশের সঙ্গে বিচ্ছেদ হতে হতেও শেষ পর্যন্ত হয়নি। নুসরাত জানালেন, যশকে ভালোবেসে এক রকম পালিয়ে এসেছিলেন তার সঙ্গে। যেদিন তাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা, সেদিন অভিনেত্রীর ফ্ল্যাটের নিচে এসেছিলেন যশ। কিন্তু বিচ্ছেদটা শেষমেশ হয়নি। বরং তারা ঠিক করেন একসঙ্গে বাকি জীবনটা কাটাবেন।

এদিন নুসরাত শুরুতে তার ভক্তদের বা যারা যশরত-কে নিয়ে বেশ উৎসাহী তাদের উদ্দেশে জানান, ‘এতদিন অনেকের মনে প্রশ্ন ছিল, সবাই চাইছিল তুমি এ শোতে আসো। এটা আমি কথা দিয়েছিলাম, তাই অবশেষে আজ এখানে’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন