কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাধীনতার পঞ্চাশ বছরের প্রেরণায় আগামীর পথচলা

কালের কণ্ঠ শেহজাদ মুনীম প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১০:৪৩

স্বাধীন বাংলাদেশের বয়স পঞ্চাশ হলো এ বছর। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ যা বন্যা, খরা ও দুর্ভিক্ষ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি ছিল। একসময় এই দেশকে আখ্যায়িত করা হয়েছিল ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে। অবশ্য সেই ভাবমূর্তি থেকে বের হয়ে আসতে খুব বেশি সময় লাগেনি তার। আজ আমাদের জিডিপির আকার ৪০৯ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় দুই হাজার ৫৫৪ ডলার। সামগ্রিকভাবে আমাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে। অতিদরিদ্রতা কমেছে, বেড়েছে নারীর ক্ষমতায়ন ও উপার্জনে অংশগ্রহণ। তথ্য-প্রযুক্তি, কৃষি, শিল্প এবং সেবা খাতে উদ্ভাবনের ফলে বেড়েছে প্রসার। মানুষের শিক্ষার হার থেকে শুরু করে অর্থনৈতিক সূচক—সব কিছুই এখন ঊর্ধ্বমুখী। ধারণা করা যাচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির এই গতি অব্যাহত থাকলে, শিগগিরই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরাই সবচেয়ে এগিয়ে থাকব। তবে এই অর্জনেই আমাদের সন্তুষ্ট হয়ে থেমে থাকলে চলবে না। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য আমাদের হাতে আর সময় আছে মাত্র ২০ বছর। দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নকে সঠিক পথে ধাবিত করতে পারছি কি না তা নিয়েই এখন কাজ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও