সন্ধ্যা থেকে ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে
ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ইংরেজি নববর্ষ উপলক্ষে শুক্রবার রাতে পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোসহ যেকোনো ধরনের অশোভন আচরণ ও বেআইনি কার্যকলাপ রোধে ১২টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল শনিবার ভোর পাঁচটা পর্যন্ত ঢাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন।
নির্দেশনা অনুযায়ী অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাতায়াতের জন্য নির্ধারিত রাস্তা ব্যবহার করতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে কর্তব্যরত পুলিশ সদস্যদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ঢাকাবাসীকে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে