You have reached your daily news limit

Please log in to continue


২০২১: ওয়েব দুনিয়ায় সরব বাংলাদেশের নির্মাতারা

সারা পৃথিবীতেই এখন ওয়েব সিরিজ আর ফিল্মের জয়জয়কার। সেখানে বাংলাদেশ একটু পিছিয়ে শুরু করলেও একদম খারাপ করছে না। করোনায় যখন সব সিনেমা হল বন্ধ, তখন ঘরবন্দি মানুষের বিনোদনের কেন্দ্র ছিল ওয়েব, আর সেখানে যদি বাংলাদেশী কন্টেন্ট দেখার সুযোগ থাকে তাহলেতো কথাই নেই। বড় ও ছোটপর্দার হতাশা ও গ্লানি কিছুটা দূর করতে নির্মাতারা সচেষ্ট হন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন ওয়েব কন্টেন্ট নির্মাণে। আসুন দেখে নেয়া যাক কেমন ছিল ২০২১ সালের বাংলাদেশের ওয়েব দুনিয়া।

লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান
মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টেলম্যান’। ওয়েব সিরিজটি ভারতীয় ওটিটি প্লাটফর্মে মুক্তি দেন তিনি। এক নারীর শ্লীলতাহানির গল্প এটি। মানসম্পন্ন এ নির্মাণ বেশ প্রশংসা অর্জন করে এ বছর। এতে অভিনয় করেন তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, হাসান মাসুদ, মারিয়া নূর। এতে আরো অভিনয় করেন পার্থ বড়ুয়া, মোস্তফা মনোয়ার, ইরেশ যাকের।

মুন্সিগিরি
অমিতাভ রেজা নির্মাণ করেন তার প্রথম ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। ওয়েব দুনিয়ায় প্রশংসিত হয়েছে মুন্সিগিরি। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন