শীতকাল কেন মুমিন বান্দার কাছে বেশি প্রিয়?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ২০:৩১

মুমিনের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসে শীতকাল। শীতকাল এলেই নেককার মুমিনগণ খুবই আনন্দিত হয়। অন্য ঋতুগুলোর চেয়ে শীতকালে মুমিন বান্দার কাছে বেশি প্রিয়। কিন্তু কেন? এমন কী কারণ আছে যে, মুমিন বান্দা শীতকাল এলে আনন্দিত হয়?


হ্যাঁ, শীতকাল মুমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। কেননা ইবাদত-বন্দেগির বসন্তকাল এই শীত। শীতকাল এলে অনেকে শীতের পোশাক নিয়ে ব্যস্ত হয়ে যায়; কেউ ত্বকের যত্নে ব্যস্ত। কেউ আবার শীতকালীন মজার মজার খাবার রেসিপি পেছনে ছুটে। কিন্তু মুমিন বান্দা শীতকাল এলেই আনন্দিত হয়।


কারণ এই শীতে মুমিন বান্দা ইবাদত-বন্দেগির জন্য প্রচুর সময় পায়। সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ মেলে। শীতের রাত অনেক বড় হয়। আর দিন হয় অনেক ছোট। তাই রাতে দীর্ঘ সময় ধরে ঘরে ভেতর নামাজ, কোরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগিতে পার করে দেয়। আর ছোট দিনটি রোজার রাখার মাধ্যমে অনায়েসে কাটিয়ে দেয়। এসব কারণেই মুমিন বান্দা শীতকালকে স্বাগত জানায়। যেভাবে সাহাবায়ে কেরামও শীতকালকে স্বাগতম জানাতো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে