You have reached your daily news limit

Please log in to continue


‘মারুফকে বলেছি আমার লাশ আসবে এফডিসি, পরিচালকরা গোসল করাবে’

‘মারুফকে বলেছি আমার লাশ আসবে এফডিসি, পরিচালকরা গোসল করাবে’ পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে কাজী হায়াৎ বিনোদন - চ্যানেল আই অনলাইন ৩০ ডিসেম্বর, ২০২১ ১৬:৪৭ চলচ্চিত্র পরিচালক হিসেবে গত ৪২ বছর ধরে কাজ করছেন কাজী হায়াৎ। চার দশকের বেশী সময়ের ক্যারিয়ারে কিংবদন্তী এই চিত্রপরিচালক উপহার দিয়েছেন দায়ী কে, যন্ত্রণা, দাঙ্গা, লুটতরাজ, আম্মাজান, কষ্ট, বর্তমান, ইতিহাস, বীরের মতো সিনেমা।

এই সময়ে এসে কাজী হায়াত বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ১৫ বছর আগে তার প্রথম ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। বছর দুয়েক আগে আমেরিকায় চিকিৎসা নিতে গিয়েছিলেন কাজী হায়াৎ। মাঝখানে কিছুটা সুস্থ হলেও বর্তমানে খুব ভালো নেই তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন