![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/11/30/mainuddin-rampura-301121-02.jpg/ALTERNATES/w300/mainuddin-rampura-301121-02.jpg)
বাস চাপায় নিহত মাইনউদ্দিন এসএসসিতে পেল জিপিএ ৪.১৭
একমাস আগে রাজধানীর রামপুরায় বাস চাপায় নিহত মাইনউদ্দিন জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান।
অনটনের সংসারে দুই ভাই আর এক বাক প্রতিবন্ধী বোনের মধ্যে কিশোর মাঈনউদ্দিন ছিল সবার ছোট। বাবা আব্দুর রহমান ভাণ্ডারী রাস্তার পাশে টং দোকানে চা-পান বিক্রি করেন। বড় ভাই প্রাইভেট কার চালান।
মাঈনউদ্দিন শিক্ষাজীবন শেষ করে সংসারে স্বচ্ছলতা আনবে এই স্বপ্ন ছিল সবার। কিন্তু ২৯ নভেম্বর রাতে বাস তাদের সবার স্বপ্ন চাপা দিয়ে যায়।
মাঈনউদ্দিনের এসএসসির ফল শুনে মা রাশেদা বেগম ও বাবা আব্দুর রহমান ভাণ্ডারী শুনে কেঁদেছেন বলে জানান তার ভগ্নিপতির ভাই বাদশা মিয়া।