You have reached your daily news limit

Please log in to continue


পুলিশের বাধায় বিএনপির ‘ভোটাধিকার হরণ দিবস’–এর কর্মসূচি পণ্ড

ফরিদপুরে পুলিশের বাধায় বিএনপির ‘ভোটাধিকার হরণ দিবস’–এর কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে শহরের কোর্ট চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, দিবসটি উপলক্ষে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনের পাশাপাশি নেতা-কর্মীদের বক্তব্য দেওয়ার কথা ছিল। আজ সকাল ১০টা ৩৫ মিনিটে এ কর্মসূচি শুরু হয়। কিন্তু মাত্র ১০ মিনিট চলার পর পুলিশের বাধায় মানববন্ধন বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেখানে মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ বক্তব্য দিচ্ছিলেন।

মানববন্ধনে বেনজীর আহমেদ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এ দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছিল। ওই দিন রাতের আঁধারে ভোটের আয়োজন করে বর্তমান স্বৈরাচারী সরকার নজিরবিহীন ঘটনা ঘটিয়ে গণতন্ত্র হত্যা করেছিল। এ গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে গণমানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন