পুলিশের বাধায় বিএনপির ‘ভোটাধিকার হরণ দিবস’–এর কর্মসূচি পণ্ড

প্রথম আলো ফরিদপুর জেলা প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ১৫:৪৯

ফরিদপুরে পুলিশের বাধায় বিএনপির ‘ভোটাধিকার হরণ দিবস’–এর কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে শহরের কোর্ট চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।


খোঁজ নিয়ে জানা গেছে, দিবসটি উপলক্ষে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনের পাশাপাশি নেতা-কর্মীদের বক্তব্য দেওয়ার কথা ছিল। আজ সকাল ১০টা ৩৫ মিনিটে এ কর্মসূচি শুরু হয়। কিন্তু মাত্র ১০ মিনিট চলার পর পুলিশের বাধায় মানববন্ধন বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেখানে মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ বক্তব্য দিচ্ছিলেন।


মানববন্ধনে বেনজীর আহমেদ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এ দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছিল। ওই দিন রাতের আঁধারে ভোটের আয়োজন করে বর্তমান স্বৈরাচারী সরকার নজিরবিহীন ঘটনা ঘটিয়ে গণতন্ত্র হত্যা করেছিল। এ গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে গণমানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও