You have reached your daily news limit

Please log in to continue


২৫০ বার কোভিড পজিটিভ এই টেনিস খেলোয়াড়!

আবার!

করোনা ও বেনোইত পেইরকে নিয়ে এখন এই বিস্ময় জাগাই স্বাভাবিক। আবারও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন র‌্যাঙ্কিংয়ে ৪৬তম ফ্রান্সের এই টেনিস খেলোয়াড়। আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্নে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল তাঁর।

কিন্তু পজিটিভ হওয়ায় অজ্ঞাত জায়গায় তিনি কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছে ফক্স স্পোর্টস। তবে বারবার কোভিড পজিটিভ হওয়ায় রাগ উগড়ে দিয়েছেন পেইর।

ইনস্টাগ্রামে কাল একটি পোস্ট করেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। সে পোস্ট দেখলে বোঝা যায়, বারবার পজিটিভ হওয়ায় পেইর কতটা বিরক্ত, ‘আমার নাম বেনোইত পেইর। ২৫০তম বারের মতো আমি কোভিড পজিটিভ হয়েছি। সত্যি বলতে কোভিডের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছি না। কেমন আছি? কোভিডের কারণে নাক বেয়ে পানি পড়ছে। দুনিয়ার নানা জায়গার হোটেলে কোয়ারেন্টিন করতে করতে আমি মানসিকভাবে আর ভালো নেই। গত বছর খুব কঠিন ছিল। এ বছর ঠিক একইভাবে সব শুরু হলো!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন