![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/msid-88582179,imgsize-13042,width-700,height-525,resizemode-75/ei-samay.jpg)
ইনবক্সে আটকে অবাঞ্চিত মেইল! Gmail-এর অটো ডিলিট অপশন সম্পর্কে জানতেন?
eisamay.com
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ১৫:১৬
আপনি কি দীর্ঘদিন ধরে Gamil ব্যবহার করছেন? এবং বিভিন্ন অপ্রয়োজনীয় মেইলে ভরে গিয়েছে ইনবক্স? ডিলিট করারও সময় পাচ্ছেন না? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। মেইল বক্স থেকে আপনাকে আর কষ্ট করে ডিলিট করতে হবে না। নিজে থেকেই ডিলিট হবে অপ্রয়োজনীয় মেইলগুলি। কীভাবে জানুন-
প্রত্যেক ব্যবহারকারীকে বিনামূল্যে 15 GB করে ফ্রি ক্লাউড স্পেস দেয় Gmail। এরপর প্রয়োজন হলে ব্যবহারকারীকে অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হবে। কিন্তু সাধারণত 15 GB ক্লাউড স্পেস একজন ব্যবহারকারীর জন্য যথেষ্ট। কিন্তু অনেকের মেইল জমতে থাকায় সেই স্টোরেজ ফুরিয়ে যেতে শুরু করে। অথচ তার মধ্যে অধিকাংশ মেইল থাকে অপ্রয়োজনীয়। যা ডিলিট করলে ফ্রি স্পেস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যদি সঠিক ভাবে ক্লাউড স্টোরেজ নিয়ন্ত্রণ করা যায় তাহলে প্রায় 13 হাজার মেইল থাকা সম্ভব ইনবক্সে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে