মানুষের মধ্যে যে কোনও রোগের পূর্ব লক্ষণ থাকে। চোখ দেখে অনেক চিকিৎসক বলে দিতে পারেন জন্ডিস হয়েছে কি না। আবার নখের অবস্থা দেখেও কিছু রোগ চেনা যেতে পারে।
চিকিৎসকের ভাষায়, নখ শরীরের ভিতরের আয়না । এটা বোধহয় অনেকেরই অজানা ।
শরীরের অনেক রোগের প্রতিফলন ঘটতে পারে নখে। চিকিৎসকরা নখ দেখে শরীরে অনেক কঠিন অসুখ সম্পর্কে আন্দাজ করতে পারেন।